চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
গত ১১এপ্রিল মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক উপজেলার রেলব্রিজ এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন। এতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার উপস্থিত ছিলেন।