পঞ্চগড় প্রতিনিধি\ ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-ডিপিএফ’র উদ্যোগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। পরে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে’ করণীয় শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাইনুর রহমান, দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মোনাব্বিল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে মেহের জামিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরস্পর’র নির্বাহী পরিচালক ও ডিপিএফ’র সদস্য সচিব আকতারুন নাহার সাকী। কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা, পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।
বোদা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল র্যালি,মানববন্ধন ও আলোচনা সভা । এ উপলক্ষে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পঞ্চগড়-দিনাজপুর সড়কের শহিদ মিনার চত্বর এলাকায় এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি প্রবীর কুমার চন্দ নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান নুতন,সফিকুল আলম দোলন,মনোরঞ্জন সরকার ও হারুর অর রশিদ বক্তব্য রাখেন।
আটোয়ারী
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার ( ৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, ব্যানার সহ দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত পোস্টার হাতে নিয়ে মানববন্ধন ও দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “ দুর্নীতি দমন ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য “ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^”। বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম চৌধুরী, সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদস্য আলহাজ¦ মোহাম্মদ আলী, আলহাজ¦ ক্কারী মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আটোয়ারীতে বেগম রোকেয়া দিবস পালিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ ” সবার মাঝে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস”-২০২২ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম প্রমুখ। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতার পুরস্কার প্রদান করা হয়। বর্তমান সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীরাও সমান তালে কাজ করে দেশের উন্নয়নে অংশীদারত্বের দাবীদার হচ্ছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন বেড়েছে। নারীরা আবদ্ধ ঘরে অবরোধ বাসীনি না হয়ে বাইরের জগৎটাকে হাতের মুঠোয় করতে শিখেছে। তাঁরা পারিবারিক কাজ কর্ম শেষে অতিরিক্ত সময়ে মাঠে ময়দানে কৃষি কাজে পুরুষদের সহায়তা করে আসছে। বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পুরুষের সমতুল্য কাজ করছে। নারীরা আজ বিভিন্ন খেলাধুলায় জাতীয় ও বহিঃ বিশ্বে দেশের সুনাম বয়ে নিয়ে আসছে। পরিশেষে, মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনাদর্শে প্রতিটি নারীকে উজ্জীবিত হয়ে স্বাবলম্বী হওয়ার আহবান জানান বক্তারা।
বোদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \পঞ্চগড়ের বোদায় শুক্রবার বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল বনাঢ়্য র্যালি আলোচনা সভা জয়িতাদের মাঝে সম্মাননার ক্রেস ও সনদপত্র বিতরণ।
দিবসটি উপলক্ষে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ়্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন ও শিক্ষক হোসনে আরা বক্তব্য রাখেন। সভা শেষে ৩ জন জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস ও সনদপত্র বিতরণ করা হয়।