রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরে শুরু হচ্ছে শীতের কাঁপন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় \ তাপমাত্রা কমার সাথে বাড়ছে ছিন্নমূল-শ্রমজীবিদের উৎকণ্ঠা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১১, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
উত্তরে শুরু হচ্ছে শীতের কাঁপন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় \ তাপমাত্রা  কমার সাথে বাড়ছে ছিন্নমূল-শ্রমজীবিদের উৎকণ্ঠা

পঞ্চগড় \ ঋতু বৈচিত্রে শীতকাল শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। কিন্তু পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আগমন ঘটেছে হেমন্তের শুরু থেকেই। ধীরে ধীরে নামছে সর্বনি¤œ তাপমাত্রা। গত এক সপ্তাহের মধ্যে ছয়দিনই দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। গতকাল রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। গত শনিবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। ৯ ডিসেম্বর ছাড়া সপ্তাহের ছয় দিনই দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এখনও উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত না হওয়ায় শীত জেঁকে বসতে শুরু করেনি। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’র প্রভাবে আকাশে খানিকটা মেঘ রয়েছে। সহসাই মেঘ কেটে আকাশ পরিস্কার হলেই তাপমাত্রা আরও নেমে যাবে। মাসের শেষের দিকে সর্বনি¤œ তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে গিয়ে শুরু হতে পারে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ।
কয়েকদিন বিরতি দিয়ে শনিবার মধ্যরাত থেকে মাঝারী কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড়। কুয়াশা ও আকাশের মেঘের কারণে গতকাল রোববার সূর্যের দেখা মেলে অনেক পর। সকাল ৮টার পর সূর্য দেখা গেলেও মেঘের কারণে দিনভর রোদের উত্তাপ ছিল বেশ কম। আর সর্বনি¤œ তাপমাত্রা কমে ধীরে ধীরে শীত জেঁকে বসতে শুরু করায় ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষের মাঝে উৎকণ্ঠা শুরু হয়েছে। উচ্চ ও মধ্যবিত্তরা ইতোমধ্যেই শীত নিবারণের জন্য প্রস্তুতি সম্পন্ন করলেও ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর উদ্বিগ্নতা কাটছে না। প্রতিবছরের মত এবারও সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবন্ত্র বিতরণ শুরু হয়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি এবং বেসরকারিভাবে এর চেয়েও বেশি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে জেলার শীতার্তদের মাঝে। জেলা প্রশাসন বলছে আরও পর্যাপ্ত শীতবস্ত্র আসছে। তাই শীতের কাতর মানুষগুলোর কোন দূর্ভোগ হবে না।
এদিকে শীত শুরু হওয়ার সাথে সাথে জমে উঠতে শুরু করেছে পুরনো শীতবস্ত্রের অস্থায়ী দোকানগুলো। জেলা শহরের সিনেমা হল মার্কেট, ফলপট্টি, অডিটোরিয়ামের সামনে এবং বাজার মসজিদের সামনের দোকানগুলোতে ভিড় করছে শীতার্ত মানুষগুলো। এসব মৌসূমী দোকান থেকে কমদামে পরিবারের সদস্যদের জন্য সোয়েটার-জ্যাকেট কিনতে আসলেও গত বছরের চেয়ে এগুলোর দাম অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বিশ্ব মন্দা ও ডলারের অস্থিরতায় গাইডের দাম আগের চেয়ে অনেক বেশি। এ কারণে বেশি দাম হাকাতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গতকাল রোববার তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’র প্রভাবে আকাশে মেঘ রয়েছে। এ কারণে দিনের সূর্য দেখা গেলেও প্রখরতা কম ছিল। মেঘ কেটে গেলে উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে শীতল হাওয়া প্রবাহিত হলেই তাপমাত্রা আরও কমে যাবে। মাসের শেষের দিকে তাপমাত্রা দশের নিচে নামতে পারে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, চলতি শীত মৌসূমে সরকারিভাবে প্রাপ্ত ২১ হাজারের বেশি শীতবস্ত্র ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আরো পর্যাপ্ত শীতবস্ত্র আসছে। বেসরকারি পর্যায়েও অনেক শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। আশা করছি শীতের কারণে শীতার্ত মানুষরা দূর্ভোগে থাকবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ চিনিকলে গ্র্যাচুইটির টাকার দাবীতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান

ফুলবাড়ীতে দরিদ্র শিক্ষার্থী ও কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়নে মাদক প্রতিরোধে সমাবেশ ও আলোচনা সভা

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরচুনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

রাণীশংকৈলে আলুর খেত বাঁচাতে পানি অপসারণে ব্যস্ত কৃষকেরা

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বীরগঞ্জে এবার লিচু দাম বৃদ্ধি

মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে হরিপুরে দূর্গাপূজা শুরু

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১