নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বি এ ডি সি দিনাজপুর অঞ্চল অফিস হতে নবাবগঞ্জ উপজেলা সহ সব উপজেলায় রবি ২০২২-২৩ মৌসুমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্নবাসন সহায়তা প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বোরো হাইব্রীড জাতের মেয়াদ উত্তীর্ণ বীজ বিতরণের অভিযোগ উঠেছে। জানা যায় ২০১৬-১৭ মৌসুমের বোরো হাইব্রীড জাতের অবিক্রিত বীজের প্যাকেটে স্টিকার দিয়ে চলতি মৌসুমে বি এ ডি সি(বীজ) দপ্তর থেকে সরবরাহ করা হয়েছে। স্টিকার উঠালে তাতে ব্যবহারের মৌসুম ২০১৬-১৭ স্পষ্ট লেখা দেখা যাচ্ছে।জানা যায় বিষয়টি জানাজানি হলে বিতরণকৃত বীজগুলি ফেরৎ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে দিনাজপুরের উপ-পরিচালক বি এ ডি সি(বীজ বিপণন) আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বীজের প্যাকেট পুরাতুন হলেও তাতে স্টীকার দিয়ে চলতি মৌসুমের দিয়ে দেয়া হয়েছে। এতে কোন সমস্যা নাই।সমস্যা যদি নাই থাকে তাহলে বীজগুলি ফেরত নেয়ার সিদ্ধান্ত কেন নেয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে তাই ফেরত নেয়া হচ্ছে। এদিকে বিতরণকৃত ওই বীজ কতটুকু ফেরত নেয়া সম্ভব সেটাই এখন দেখার বিষয়।