পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাওতাঁল জনগোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬টি পরিবারের মাঝে ৩২টি ভেঁড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জনগাঁও আদিবাসী পল্লীতে দোয়েল সংস্থার আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান হয়। দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল,দোয়েল সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন প্রমূখ।