শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৮, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

দিনাজপুরে জুলাই-আগস্টের শহিদ পরিবারের সদস্যদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুই দিনব্যাপি বিতরণ কার্যক্রমের প্রথম দিন দিনাজপুর জেলার ৪জন শহীদ পরিবারের সদস্যের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলায় উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক হাবিপ্রবির প্রফেসর ড. মো. আবু হাসান ও কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রফেসর ড. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. কুতুবউদ্দিন ও প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ।
উপহারসামগ্রিপ্রাপ্ত শহিদ পরিবার হলো দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ীর শহিদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার ও
ছেলে শারাফ, বিরল উপজেলার করলা মাদববাটি গ্রামের
শহিদ মোঃ মাসুম রেজা’র পিতা মোঃ মিজানুর রহমান, বোন মাসুদা ও মাহিমা এবং দাদা-দাদি,
দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বিদুরশাই গ্রামের শহিদ রবিউল ইসলাম রাহুলের পিতা মোঃ মোসলেম উদ্দিন, মাতা মোছাঃ ফরিদা বেগম ও দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর এলাকার শহিদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন এবং মাতা শিখা বনিক।
এছাড়া মঙ্গলবার পার্বতীপুর উপজেলার শহিদ শিমুল, বীরগঞ্জের শহিদ আল আমিন ইসলাম ও চিরিরবন্দরের শহিদ সুমন পাটোয়ারীর পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রি বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত