বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বসবাসরত সকল আদিবাসীর জীবনমান, তাদের দৈন্দিন কর্মজীবন ও সাংস্কৃতি তুলেধরে দিনব্যাপী আদিবাসী মেলার-২০২২ আয়োজন করা হয়েছে।
২১ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর আয়োজনে ও অহিংসা প্রকল্প, মানব কল্যান পরিষদ-এমকেপি ও নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় আদিবাসী মেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডঃ মোঃ জুলফিকার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আদিবাসী মেলা উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর জব্বার, করই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র রায়, মানব কল্যান পরিষদের প্রকল্প সমন্নকারী মোঃ রহমতুল্লাহ প্রমুখ। আলোচনা সভার শুরুতেই প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডঃ মোঃ জুলফিকার হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন।
ঠাকুরগাঁও সংবাদ