হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইলেক্ট্রোনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে “৪-উধু যধহফং ড়হ ঞৎধরহরহম ড়হ চুঃযড়হ ভড়ৎ উধঃধ ঝপরবহপব ধহফ গধপযরহব খবধৎহরহম” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় ইসিই নেটওয়ার্কিং ল্যাবে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলামসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ। সভাপতিত্ব করেন ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর সভাপতি ও ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় ইন্সট্রাকটর ছিলেন এনবিআইসিটি ল্যাব এর সিইও সাধন ভার্মা।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, পাঠ্যপুস্তকের বাহিরেও আমাদের শিক্ষার্থীদের কিছু দক্ষতা অর্জন করা প্রয়োজন। পড়াশুনার পাশাপাশি যে যত বেশি দক্ষতা অর্জন করবে, পেশাগত জীবনে সে তত বেশি এগিয়ে যাবে। এ ধরণের প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে এবং এই কর্মশালা আয়োজনের জন্য ইসিই ক্লাব অব এইসএসটিইউ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।