দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার দিনাজপুর কসবাস্থ বিশপ হাউজ প্রাঙ্গনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির প্রদত্ত এ উপহার খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান নওশাদ, আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, শ্রম বিষয়ক সম্পাদক রনজিৎ কুমার দাস, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনার লাভলি দাস, সেন্ট ফ্রান্সিস জ্যাভিয়ার ক্যাথেড্রাল ধর্মপল্লির পালপুরোহিত ফাদার মাইকেল ক্রজ প্রমুখ।