সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি পালনে এডভোকেসী সভায় উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার রোগ নিয়ন্ত্রন কার্যক্রম এর সহযোগিতায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ ৭-১২ জানুয়ারি ২০২৩ পালন উপলক্ষে জেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার দিনাজপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ১৩টি উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ পালন উপলক্ষে জেলা এডভোকেসী সভাতে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, আজকের শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। দেশ পরিচালনার ক্ষেত্রে একদিন তাদের উপরই ন্যস্ত হবে। এইজন্য দরকার সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধার বিকাশ ঘটানো। সেইভাবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলার জন্য শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়ে সচেতন করার ভূমিকা গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারাই সবার মাঝে আলো ছড়িয়ে দিতে পারেন। পরিস্কার-পরিছন্নতা বিষয়ে এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে শিশুদের উদ্বুদ্ধ করলে এটা অভ্যাসে পরিনত হবে। কৃমি নিয়ন্ত্রন ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখবে। তাদেরকে জ্ঞান-বিজ্ঞান, তথ্য প্রযুক্তির দিক থেকে উন্নত করতে হলে এবং উন্নত বিশে^ উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসার মো: হোসেন আলী, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরজ উল্লাহ, ঘোড়াঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, খানসামা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক ও পার্বতীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ক.খ. মোঃ আলাওল হাদী প্রমুখ।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ।
উল্লেখ্য যে আগামী ২০২৩ সালে জানুয়ারি মাসে ৭-১২ তারিখ পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত