বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে এফপিএবির নির্বাচন করিম সভাপতি, বাবলু সম্পাদক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৮, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ

দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে এফপিএবি’র এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে

এফপিএবি’র ৪৫ তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও নির্বাচনঃ ২০২২-২০২৫ খ্রিঃ। ডাঃ মোঃ আব্দুল করিম সভাপতি ও সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

২৮ ডিসেম্বর, ২০২২ বুধবার সকাল ১০টায় এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী’র সভাপতিত্বে এফপিএবি’র ৪৫ তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও নির্বাচনঃ ২০২২-২০২৫ খ্রিঃ এর কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে -৪৫তম বার্ষিক সাধারণ সভায় অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপিএবি’র যুব কাউন্সিলর ইসমা আক্তার। শোকবার্তা উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোছা. রুখসানা জাহান যুঁথী।

৪৪ তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন এফপিএবি’র সহ-সভাপতি সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। ৪৫ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন এপিএবি’র সহকারী জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান। আর্থিক প্রতিবেদন ও বহিরাগত অডিট রিপোর্ট উপস্থাপন করেন এপিএবি’র কোষাধ্যক্ষ শাহ্ ইয়াজদান মার্শাল।

সাধারণ সভায় মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন এফবিএবি’র শাখা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম মেহেরুল্লাহ বাদল, আজীবন সদস্য প্রফেসর এম. এ জব্বার ও সদস্য মোছা. সুরাইয়া গুল রায়হান (জিনাত রহমান)।

প্রথম পর্বের সভায় সভাপতির ভাষণ ও সমাপ্তি ঘোষণায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন প্রফেসর আ ন ম গোলাম রব্বানী। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে – সকল আজীবন সাধারণ, যুব ও দাতা সদস্যগণের অংশগ্রহণে নির্বাচন ২০২২-২০২৫ খ্রিঃ এর কার্যক্রম শুরু করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ নুরুল ইসলাম এফপিএবি-দিনাজপুর শাখা পরিষদ নির্বাচন (২০২২ – ২০২৫) এ ডাঃ মোঃ আব্দুল করিমকে সভাপতি ও সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ফলাফল ঘোষণা করেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এ্যাডভোকেট তহসিনা আখতার দিপলী, কোষাধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সদস্য ডাঃ মোঃ সাহাব উদ্দিন, ডাঃ মমতাজ বেগম পলি, জাহাঙ্গীর আহমেদ, রেহেনা বেগম, মোছাঃ সুরাইয়া গুল রায়হান (জিনাত রহমান), শাওন শাহনাজ, সদস্য (যুব) শুহরাত নুবাহ, জ্যোতি ঘোষ ও অনামিকা রানী সিংহ রায়।

এ্যামেরিটাস সভাপতি আব্দুস সামাদ।
জাতীয় কাউন্সিলর ডাঃ মোঃ আব্দুল করিম, জাতীয় কাউন্সিলর এ্যাডভোকেট তহসিনা আখতার দিপলী ও জাতীয় কাউন্সিলর (যুব) শুহরাত নুবাহ।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং এফপিএবি’র সকল স্বেচ্ছাসেবী/ কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের স্বজন যারা ইহলোক ত্যাগ/মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈশাখী মেলার সমাপনী ও লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা

পীরগঞ্জে চিকিৎসকদের নিয়ে ডায়াবেটিস চিকিৎসা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত

ঘোড়াঘাটে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঈদ উপলক্ষে বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ

বালিয়াডাঙ্গীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি দোকান মালিককে২৮ হাজার টাকা জরিমানা