পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে নানা কর্মস‚চির মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে সার্কিট হাউস চত্বরের বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। এর আগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বধ্যভুমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। পরে সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ দিকে দিবসটি উপলক্ষে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য,৭১’র ২৯ নভেম্বর ভোরে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে পঞ্চগড় মুক্ত করেছিলেন।