রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১লা জানুয়ারী রবিবার সকালে শিশুদের নতুন বই হাতে তুলে দেয়ার উৎসব পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বই উৎসবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, প্রধান শিক্ষক বিউটি আক্তার (ভারপ্রাপ্ত) অনুষ্ঠান সঞ্চালনায় আয়েশা খাতুন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনজুর আলম, ঘনেস্বাম, পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক মোশররফ হোসেন,মনিরা বিশ্বাস প্রমূখ। অপর দিকে মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, ভান্ডারা প্রধান শিক্ষক দিলারা বেগম (ভারপ্রাপ্ত), আল হিকমাহ স্কুলের পরিচালক মিজানুর রহমান, আল আমানাহ ইসলামিক একাডেমিক ও ব্রাইটন স্কুলের শিশুদের হাতে নতুন বই তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম্। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় ও বনগাঁও মহেষপুর সন্ধ্যারই বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষক বৃন্দ শিশুদের বই তুলে দেন।