সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২, ২০২৩ ২:২২ অপরাহ্ণ

চিরিরবন্দর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গত ২৮ডিসেম্বর দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন সাতনালা সাকিনস্থ অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পুকুরে প্রাপ্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ২৯ ডিসেম্বর চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা প্রধান আসামী ১।মোঃ সামিউল ইসলাম (৩০), সাং-রানীপুর (ভন্ডপাড়া), থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে।
উল্লেখ্য, জেলার চিরিরবন্দর থানাধীন রানিপুর ফকিরপাড়া সাকিনস্থ জনৈকা মোসাঃ হাসিনা বানু(৭৭), স্বামী-মৃত মোকছেদ আলী এর ছেলে ভিকটিম হাসানুর রহমান(৪২) গত ২৭ ডিসেম্বর রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জরুরী কাজের কথা বলে ঘর থেকে বের হয়। পরদিন ২৮ ডিসেম্বর দুপুর অনুমান ১২টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন সাতনালা ইউপিস্থ বাঁশতলায় অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর দক্ষিণ পার্শ্বে একটি পুকুর হতে ভাসমান অবস্থায় উক্ত ভিকটিমের মরদেহ পাওয়া যায়। বিষয়টি মৃতের পরিবারবর্গ লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে মৃতদেহ সনাক্ত করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যাকান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এ সরকারের কোন দরকার নেই —ঠাকুরগাঁওয়ে মুজাহিদুল ইসলাম সেলিম

বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে তালের শাঁস গরমের স্বস্তি, তালের শাঁস

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাবু

বীরগঞ্জে গরু চুরি নিয়ে আতংকিত পৌরবাসী

বীরগঞ্জে গরু চুরি নিয়ে আতংকিত পৌরবাসী

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

সাকিবের শাস্তি শেষ হচ্ছে আজ। কাল থেকে মাঠে নামছে।

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে মহাসড়ক আইন-২০২১ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা