দিনাজপুরে পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ করে মানুষের চাহিদা পুরনে এগিয়ে এসেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাঠপর্যায়ে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না-প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পতিত জমিতে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেয় দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত রবিবার বিকেলে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের পার্বতীপুর পণ্যাগারের সামনে পতিত জমিতে এ উদ্যোগ নেয়া হয়।
অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে নিজ হাতে মরিচ, বেগুন, লাউ, বিভিন্ন শাকসবজি বীজ রোপণ করেন মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর পণ্যাগারের পরিদর্শক আব্দুল মান্নান, সহকারী প্রসিকিউটর মুসতা হাসান বিল্লাহসহ অনেকে।