শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও পীরগঞ্জে পাহারাদারের হাত পা বেঁধে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ ৪৫ মন মাছ নিধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৬, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ

ফাইদুল ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরের পাহারাদারের হাত পা বেঁধে পাহারাদারের ঘরে আগুন লাগিয়ে দিলেন প্রভাবশালীরা। সেই সাথে সেই পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে ৪৫ মন মাছ নিধন করেন এই প্রভাবশালীরা।

( ১৫ এপ্রিল শুক্রবার) রাতে পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের আওতা বিলের পাশে এই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে পুকুর মালিক আনোয়ার হোসেন পীরগঞ্জ থানায় ৩ জনের নাম ও অজ্ঞাত নামা ৫ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।

বাদী আনোয়ার ও অভিযোগ সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সিঙ্গারোল গ্রামের প্রভাষক খায়রুল আলম ও বড়বাড়ী গ্রামের জয়নাল এবং রাণীশংকৈল উপজেলার দোশিয়া গ্রামের সলেমান আলীসহ আরও কয়েকজন পুকুরের পাহারাদার নরেন চন্দ্রকে হত্যার উদ্দেশ্যে রশি দিয়ে হাত পা বেঁধে তার ঘরে ফেলে রেখে আগুন জ্বালিয়ে দেয়। সেই সুযোগে পুকুরে বিষাক্ত গ্যাস টেবলেট প্ৰয়োগ করেন তারা। আগুনের লেলিহান শিখা ও তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গুরুত্বর অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন তাকে।

এ বিষয়ে অভিযুক্ত খাইরুল আলম ও তার সহযোগীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম(মুঠোফোনে) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত