বোচাগঞ্জ প্রতিনিধি ঃ ইটভাটা প্রস্তুুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) অাইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে বিভিন্ন ধারা লংঘনের দায়ে অাজ ২ জানুয়ারি সোমবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা ৫নং ছাতইল ইউনিয়নের মাহেরপুর এলাকার মেসার্স এইচ কে ব্রিকস ও মেসার্স এম বি বিক্স কে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন এর দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল অালম কুরসি। তিনি বলেন, মহামান্য হাইকোর্টের অাদেশ বাস্তবায়নে ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান একটি চলমান প্রক্রিয়া। এইসব ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টট ছন্দা পাল ইটভাটা সমুহ সম্পূর্ণ রুপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।