বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজার এলাকায় ৩টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মো. বোরহানউদ্দিন এর নেতৃত্বে বাজার তদারকি যৌথ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
এ সময় সংশ্লিষ্ট আইনের ৩৯ ধারায় সেবার মূল্য তালিকা সংরক্ষণ/প্রদর্শন না করার দায়ে ও ৫১ধারায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পৌর শহরের খানসামা রোডস্থ বীরগঞ্জ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০,০০০ টাকা ও পূবালী ব্যাংক সংলগ্ন শাহীন ইলেকট্রনিকসকে ৪১ ধারায় ভেজাল পণ্য বিক্রয় করার দায়ে ১০,০০০ টাকা এবং বড় মসজিদ সংলগ্ন মোহাম্মদ ষ্টোরকে ৫১ ধারা মোতাবেক ৩০০০ টাকা সর্বমোট ২৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ অভিযান পরিচালিত করতে সহযোগিতা করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ নিলয় দাস, সেনেটারী ইন্সপেক্টর মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি মো. হারুন অর রশিদ এবং জেলা পুলিশের সদস্য।