ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ঘোড়াঘাটে ২৫০জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাকর্মকর্তাডা. মো. সোলায়মান হোসেন মেহেদীসভাপতিত্বে ও মেডিকেল অফিসার আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানারওসি মো. নাজমুলহক, উপজেলাশিক্ষাঅফিসার মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৯ মাস হতে ১৫বছরের কম বয়সী সকল শিশুকে বিনামুল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। বিনামুল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে \