বুধবার , ৬ জানুয়ারি ২০২১ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চলছে গানে গানে প্রচারণা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৬, ২০২১ ৫:১২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আগামী ১৬ জানুয়ারি -২০২১ দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বীরগঞ্জ পৌরশহর ও ৯টি ওয়ার্ডের পাড়া-মহল­ায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাইকিং, পোষ্টারিং, ও ব্যানার ফেষ্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রার্থী ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। চলছে উঠান বৈঠক ও আলোচনাসভা। গতানুগতিকর প্রচারণার বাইরে এবার গানে গানে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে মেয়র প্রার্থীরা। জনপ্রিয় সব গানের আদলে নির্বাচনী প্রচারের সুরে সুরে উত্তাল হয়ে উঠেছে পৌর এলাকা। এবার পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং ওয়ার্ড কাউন্সিলর (পুরুষ) পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি,সড়ক ও মহাসড়ক। প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রিয়কর ঘটনা ছাড়াই চলছে প্রচারণা আর প্রচারণায় চলছে নানা বৈচিত্র্য। বিশেষ করে প্রার্থীদের পক্ষে প্রচারণার গানে গানে মুখরিত হয়ে উঠেছে গোটা পৌর এলাকা। বৈচিত্র্যময় ও জনপ্রিয় পল­ীগীতি,ভাটিয়ালি,লোকসংগীত, পুরনো দিনের গান ও আঞ্চলিক গানের অনুকরণে প্রার্থীদের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বাজানো হচ্ছে রেকর্ডকৃত গান। গানের মাধ্যমে এই প্রচারণায় শ্রোতারা বিরক্ত না হয়ে বরং পছন্দনীয় সুরের মূর্ছনা শুনতে পেয়ে পুলক অনুভব করছেন, আবার অনেকে বিরক্ত হলেও নিরুপায় হয়ে মেনে নিচ্ছেন। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে এবং ‘খ’ শ্রেণির এই পৌরসভায় নির্বাচন গ্রহণের ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্েেয ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে বড় পর্দায় আলোকচিত্র ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার – প্রচারণায় চালানো হচ্ছে। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, ৮/১১/২০২০ পর্যন্ত হালনাগদকৃত ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার৫১৩ ও নারী ৮ হাজার ৩২ জন।আগামী ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইবিএমের মাধ্যমে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ

দিনাজপুরে কাবাডি লীগ শুরু, ১৭টি ক্লাবের অংশগ্রহণ

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

দিনাজপুরে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

মানব দোকানেই চলছে নুর আলমের সংসার

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ৪৫ দিন পর নিখোঁজ একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পার্বতীপুরে আওয়ামী লীগের নারী সমাবেশ

বালিয়াডাঙ্গীতে মৌমাছির কামড়ে আহত অর্ধশত

বালিয়াডাঙ্গীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়