রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ওয়ার্কাস পাটির কর্মীসভা গতকাল সোমবার পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে অনূষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পাটির সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জেলা কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা ওয়ার্কাস পাটির সম্পাদক সাদেকুল ইসলাম, জেলা ওয়ার্কাস পাটির সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদস্য আব্দুল হামিদ,ধনেশ্বর রায়,হামিদুর রহমান প্রমূখ।
সভায় ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট মনোনীত ওয়ার্কাস পাটির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীকে নির্বাচিত করার লক্ষে করণীয় বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় নির্বাচনী কমিটি গঠন করা হয়। সভা শেষে ১৪ দলীয় জোট মনোনীত ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
অপরদিকে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ, শিবদীঘি উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও আমজুয়ান গ্রামে গণসংযোগ করেন।