দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে প্রায় ৮শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ লোকমান হাকিম প্রমুখ।