মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শিতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। ১৮ জানুয়ারী বুধবার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বছরের উপহার হিসেবে পৌরসভার মেয়র ও বাংলাদেশ মহিলা আ’লীগের সাবেক কার্যনির্বহী সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যার নিজস্ব উদ্যোগে শহর ও আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েকদিনের শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য অসহায়, দুস্থ ও শীতার্তদের আজ ৩ শতাধিক কম্বল দিলাম। পরবর্তিতে প্রয়োজন হলে আরও শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করবো। ইতিপূর্বেও পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তার আশ পাশ, রোড রেল ষ্টেশন এলাকা সহ বিভিন্ন স্থানে সহসাধ্রিক কম্বল বিতরণ করেছি। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করলাম। এ ধরনের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।