এসএম মশিউর রহমান, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলার বেলহারা গ্রামে বিয়ের দাবিতে ৩ দিন ধরে অবস্থান নিয়ে রয়েছে এক প্রেমিকা।
জানা যায়, ঈদের দিন রবিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলহারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সামিউল্লাহ সামু নামে এক শিক্ষানবিশ আইনজীবীর বাড়ীতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রাইভেট ক্লিনিকে চাকুরিজীবী এক নার্স। নাজমিন আক্তার দক্ষিণ হরিণমারি গ্রামের মৃত ধনীবুল্লার মেয়ে।
আজ মঙ্গলবার ঘটনাস্থলে গেলে মেয়েটি জানায় দীর্ঘ ৫ বছর ধরে তাদের দুজনের গভীর প্রেমের সম্পর্ক চলে আসছে।
১২ জুলাই মঙ্গলবার ঘটনাস্থলে গেলে নাজমিন আক্তার সাংবাদিকদের জানান, সামুর সাথে দীর্ঘ ৫ বছর যাবত গভীর প্রেমের সম্পর্ক।
নাজমিন আক্তারের ভাই শাহ আলম জানান, আমার বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর যাবৎ ভালোবাসার সম্পর্ক স্থাপন করে সামু। আমার বোনকে সামু নিজেই তাদের বেলহারার বাড়িতে যেতে বলে এবং সে মোতাবেক আমার বোন ঈদের দিন রোববার সন্ধ্যায় বিয়ের দাবি নিয়ে হাজির হয়।
মঙ্গলবার সামুর পরিবার আমার বোনকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। আমার বোন পুলিশের হেফাজতে যেতে চায় না। সে সামুকে উভয় পরিবারের সমঝোতায় বিয়ে করতে চায়।