কোভিড -১৯ প্রতিরোধে দিনাজপুর শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার সকালে দিনাজপুর শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর প্রায় ৪ শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯’র ভ্যাকসিন প্রদান করেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা। প্রানঘাতি মরণব্যাধী কোভিড ১৯ যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সরকার পূর্ব সতর্কতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। ইতিপূর্বেই শিক্ষার্থীদের মাঝে করোনার প্রথম ডোজ টিকা প্রদান সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিনাজপুরের বিভিন্ন শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯’র দ্বিতীয় ডোজ টিকা প্রদান হয়। শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত টিকাদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের গৃহীত কর্মসূচি শত শতাংশ সফল করতে স্কুলের প্রধান শিক্ষক দার্দি নেওয়াজসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ স্বাস্থ্য বিভাগের কর্মীদের সর্বাত্বক সহযোগিতা করেন। এসময় তারা অভিভাবকদের সাথে সমন্বয়ের মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের বিদ্যালয় উপস্থিত থেকে ভ্যাকসিনের টিকা গ্রহণ নিশ্চিত করেন।
এব্যাপারে জানতে চাইলে ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫ম শ্রেনীর ছাত্রী ফাতিহা, ফাহমিদা ও সুমাইয়া বলেন,এর আগেও ভ্যাকসিনের টিকা নেওয়ার সময় তাদের কোনোরূপ সমস্যা হয়নি। আজও তারা টিকা নিতে এসেছেন, কোনা ভয়ভীতি তাদের মধ্যে নেই।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দার্দি নেওয়াজ বলেন, কোভিড ১৯ প্রতিরোধে সরকারের গৃহীত কর্মসূচির সফল বাস্তবাযন করতে আজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবাযনে জেলা স্বাস্থ্য বিভাগ আমাদের সর্বাত্বক সহযোগিতা করেছে, আমরাও কাজ করে যাচ্ছি ।