দিনাজপুর ইনস্টিটিউট আয়োজিত বিশিষ্ট ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী স্মরণে ২য় ব্যাডমিন্ট প্রতিযোগিতা-২০২৩ এর চ‚ড়ান্ত খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৩ জানুয়ারী সোমবার দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জানান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরষ্কার পদক প্রাপ্ত প্রফেসর ডা: আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি রফিকুর ইসলাম। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।