বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুজ্জামান (৪০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
২২ অক্টোবর সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ৩৮২/৩ এস পিলার বরাবর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউপি’র রত্নাই (স্কুলহাট) মের্দ্দা পাড়া গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে।
ঘটনার পর বিএসএফ নুরুজ্জামানের লাশটি সীমান্তের উপারে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক তানজির বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি ফেরতের জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান।