হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের বেলুয়া গ্রামের আমিনা বেগম ও আজিজুলের ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার ( ২৯ জানুয়ারি ) দুপুর ১২টায় ওই গ্রামের আমিনার শয়ন ঘরের পাশ্বে ছোট ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলা করার সময় আগুন লেগে,মূহুর্ত্তের মধ্যে আমিনা ও আজিজুলের ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আজিজুল উপজেলার আমগাও ইউনিয়নের বেলুয়া গ্রামের বাবর আলীর ছেলে, আমিনা একই গ্রামের মৃত আংগায়ের স্ত্রী।
আজিজুল নয়া দিগন্তকে জানান, দুপুর বারোটার দিকে ছোট বাচ্চারা আগুন নিয়ে খেলা করার সময় আমিনার ঘরে আগুন ধরিয়ে দিলে
লেলিহান আমার শয়ন ঘরে দাউ দাউ করে জ্বলে উঠে। মূহুর্ত্তের মধ্যেই আগুন ৪টি ঘর পুড়ে যায়।
হরিপুর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়্ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ইতিমধ্যে আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার পোড়া বাড়ি পরিদর্শন করেছেন।