মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
সীমানা জটিলতার কারণে প্রায় দেড় যূগসময় অপেক্ষার পর চতুর্থ ধাপের আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্ন এবং উৎসব মুখর পরিবেশে রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ইউনিয়নটিতে মোট ভোটার ১২৮৯৫ জন। এদের মধ্যে পুরুষ ৬৩৩৭ এবং মহিলা ৬৫৫৮ জন। নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন প্রায় এক হাজার ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। #