নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ চলতি বোরো মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক – শ্রমিকরা।সময় মত রোপন না করতে পারলে ভাল ফলন পাওয়া যাবে না এমন লক্ষ্যকে সামনে রেখে তারা কঠিন শীত ও কুয়াশাকে উপেক্ষা করে রোপন কাজ চালিয়ে যাচ্ছে।কৃষকেরা জানায় আপাতত বীজ,সার ও পানির কোন সমস্যা দেখা দেয় নাই। একবারে বোরো রোপনের কাজ শুরু হওয়ার কারনে শ্রমিক মজুরী বেড়েছে। ১২’শ থেকে ১৩’শ টাকা পর্যন্ত বিঘা প্রতি শ্রমিক মজুরী দিতে হচ্ছে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলা এলাকায় ১৭ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।এর মধ্যে হাইব্রীড ৫ হাজার ৮৫০ হেক্টর ও উফশী ১২ হাজার ১০ হেক্টর জমি রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হাইব্রীড হেক্টর প্রতি ৪.৮৮ মেঃ টন চাল এবং উফশী ৪.৩১ মেঃ টন চাল।