বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তফসিল ঘোষণা না হলেও প্রচার-প্রচারণা তোরজোর শুরু করেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা।
বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গত ২৫ ডিসেম্বর রবীন্দ্রনাথ গবিন বর্মন বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়ে যায়। তাঁর মৃত্যুর পর থেকেই আগ্রহী প্রার্থীরা ভোটের মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছে।
উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের হাট-বাজারের অলিগলি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক গুঞ্জন চলছে। ভোটারদের দৃষ্টি আকর্ষণ ও নিজেদের পজিশন ঠিক রাখতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের কেউ রয়েছে মাঠেঘাটে, কেউ আছেন পোস্টার বিলবোর্ড নিয়ে।
অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই সাথে অনেকে দলীয়ভাবে সমর্থন পেতে শীর্ষনেতাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসেবে যাদের নাম পাওয়া যাচ্ছে।
তাঁর হলেন- যুবলীগ নেতা মাহমুদুল হাসান, আওয়ামী লীগ দলীয় নেতা লিমন সরকার, বীরগঞ্জ পৌরসভার সুনামধন্য শান্তি হোটেল রেস্তোরাঁ এর স্বত্বাধিকারী নন্দলাল রায়,বাংলাদেশ গণ অধিকার পরিষদের উপজেলা আহবায়ক আব্দুর রশীদ সরকার,
পৌরশহরের মোতলেবুর রহমান ফারুক এবং তাঁর ভাতিজা উপজেলা রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোয়েনাম মিয়া,এ ছাড়া বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক বৃত্তি সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় এবং প্রয়াত ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গবিন বর্মনের ছেলে সতীশ চন্দ্র বর্মন প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
সকল প্রার্থীরা নির্বাচনে ভোটের ব্যাপারে শতভাগ আশাবাদী। সময় যত ঘুনিয়ে আসছে ততই ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে আগ্রহী প্রার্থীরা। বীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার জানান, নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।