পীরগঞ্জ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ ১১ জানুয়ারি সোমবার সকাল নয়টার দিকে এ প্রাণহানির ঘটনা ঘটে । পীরগঞ্জের রেলওয়ে স্টেশনের উত্তরে ভূমি অফিসের পাশ দিয়ে সড়কের রেলক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী আবদুস সোবহান ও রুহুল আমি নামের দুই ব্যক্তি নিহত হয়। নিহত ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও সদর থানায়। তারা দুজনেই ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের নামজারি কারক বলে প্রাথমিকভাবে জানাগেছে ।