দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে এডিসি জেনারেল এর অফিস কক্ষে স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম হাসান নুর জামান, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্কারম হোসেন, রবিউল ইসলাম, মঞ্জুরুল আলম, মমতাজ উদ্দীন, আবু সাদাত, মিজানুর রহমান, রাশেদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।