বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিটাল আইন বাতিলসহ সাংবাদিক হয়রানী বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন,মিথ্যা মামলাসহ সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধাান রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সাংবাদিক ও ক্যামেরাপারসনরা।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিক হয়রানী বন্ধের আহŸান জানান। বক্তারা সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির বিচারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাম নবী দুলাল, রতন সিং, ফকরুল হাসান পলাস, সালাউদ্দিন আহমেদ, মোফাসিরুল রাশেদ মিলন, রফিকুল ইসলাম ফুলাল, কাশী কুমার দাস, আব্দুল হাই, সুবল রায়, রাকিব, দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি মনজিদ আলম শিমুল, সাধারন সম্পাদক আরমান হোসেন প্রমুখ ।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত