বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টরের ধাক্কায় জোনায়েত (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।
তিনি বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের মামুন মিয়ার পুত্র জোনায়েত(১৩) খেলাধুলা করছে এ সময় ট্রাক্টরের ধাক্কায় কিশোরের মৃত্যু ঘটে
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার নেকবর মিয়ার ট্রাক্টরের উপর জোনায়েত বসে ছিলেন। হাল চাষ করা অবস্থায়
অসাবধানতার কারণে কৃষি আবাদি জমিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় জোনায়েত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাল চাষ করার ট্রাক্টর গাড়িটি সনাক্ত করা হয়েছে। ট্রাক্টরটি শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিকের হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।