দিনাজপুরে শহরে ঘাসিপাড়ায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ৪৬ বছর বয়সী রফিকুল ইসলাম।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম ঘাসিপাড়া এলাকায় রফিকুলের বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় তাকে ইয়াবা সেবনরত পাওয়া যায় এবং ঘরে লুকিয়ে রাখা ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মুল্য ৪লক্ষ টাকা ।
গ্রেপ্তার রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে এসআই মোতাহার হোসেন আটক ব্যাবসায়ীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।