মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২১, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের বিবেক। শিক্ষকদের সম্মান সর্বোচ্চ তাদের তুলনা কারও সঙ্গে চলে না। অথচ সেই শিক্ষকগণ বিশেষ করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির যাতাকলে পৃষ্ট। তাদের অন্যায়, অবিচার, দূর্নীতিসহ সব কিছু মাথা পেতে মেনে নিতে না পারার কারণে আজ সারা দেশের বেসরকারী শিক্ষকগণ সম্মান নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদকে ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের শিক্ষা ব্যবস্থাকে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম, ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা ইয়াসমিন প্রমুখ।
মানববন্ধন শেষে দিনাজপুর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের আওতায় প্রকল্পের কাজ শেষ হলেও দেওয়া হয়নি সম্পূর্ণ টাকা

ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ির কারাদন্ড

বাজারে অসময়ের শিমের কেজি ২৪০ টাকা

দিনাজপুরের ৬টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত যারা

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা

শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে দিনাজপুরে ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

বীরগঞ্জে মরিচা ইউনিয়নে দরিদ্র নারীদের মাঝে ভিজিডি চাল বিতরণ