বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৯.০৮, এবার জিপিএ ৫ পেয়েছে ১১হাজার ৮৩০জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯৯ হাজার ৭০৫জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৭৮হাজার ৮৪৯জন। পাশের হার ৭৯.০৮। এবার শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১হাজার ৮৩০জন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে শীর্ষে অবস্থান রংপুর জেলার শিক্ষার্থীরা। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুধবার দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্যমতে, চলতি বছরে এই বোর্ডের অধীনে ৮টি জেলার মোট ৬৭১টি কলেজের৭৮ হাজার ৮৪৯জনকে কৃতকার্য দেখানো হয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৫হাজার ৫৭৫জন ছাত্র ও ৬ হাজার ২৫৫জন ছাত্রী। গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম এবং জিপিএ-৫ এর সংখ্যাও কম পেয়েছে। তবে ছেলের তুলনায় মেয়েরা জিপি-এ ৫ বেশী পেয়েছে। গত বছরে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ৪৪ জন আর জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ৩৪৯ জন। আর এবারে ১৩ হাজার ৩৩৯জন শিক্ষার্থী কম এবং গত বছরের তুলনায় ৩ হাজার ৫১৯ জন জিপিএ-৫ কম পেয়েছেন।
রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ৪হাজার ৪৫১জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা, জিপিএ-৫ পেয়েছেন ২হাজার ৩৬২ জন। এছাড়াও ১ হাজার ৪৬০ জন জিপিএ-৫ নীলফামারী, ১ হাজার ২৬৫জন জিপিএ-৫ গাইবান্ধা, ৬৮৭জন জিপিএ-৫ কুড়িগ্রাম, ৬৮৩জন জিপিএ-৫ ঠাকুরগাঁও, ৫৬৫জন জিপিএ-৫ লালমনিরহাট এবং ৩৫৭ জন জিপিএ-৫ পঞ্চগড় পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১৩টি কলেজের একজনও পাস করতে পারেনি।
এদিকে ভাল ফলাফলে খুশি দিনাজপুর শহরের বেসরকারি হলিল্যান্ড কলেজে আনন্দ উচ্ছাসে মেতে উঠেন ছাত্রীরা। ৪১৭জনের মধ্যে ১৩২জন জিপিএ ৫ প্রাপ্তিসহ প্রতিষ্ঠানটির পাশের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ অর্জন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও