এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ২১ নভেম্বর শনিবার বিকালে বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দফায় অবাদ সুষ্ট ও শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ সম্পর্ন্য করার লক্ষ্যে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা.জাহাঙ্গীর আলম।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো.যোবায়ের হোসেন’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন এবং দ্বায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তাগণ।
এ নির্বাচনী মতবিনিময় সভায় ৮ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ মেম্বার পদ-প্রার্থীগণ উপস্থিত ছিলেন।