বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
বীরগঞ্জ সরকারি কলেজ এর একাদশ শ্রেণির (২০২২-২৩) শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’, ‘বই খাতা কলম নিন, ছাত্রলীগে যোগ দিন’, ‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে সন্ত্রাস নাই’সহ নানা স্লোগানে বৃহস্পতিবার সকালে (৯ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে তারা।
কলেজ শাখা ছাত্রলীগের নেতা রাফি রুদ্রের নেতৃত্বে সকালে ক্যাম্পাসের মেইন ফটক হতে শুরু করে একাডেমিক ভবনসমূহ ঘুরে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ শাখা ছাত্রলীগ নেতা রাফি রুদ্র বলেন, ‘কলেজে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি নবীন শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে এসে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং স্বাধীনতার পক্ষে কাজ করবে। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা যেন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের হয়রানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো।