হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের চিরতরে বন্ধ করার প্রতিবাদে ও উন্নয়ন এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে সারাদেশর ন্যায় হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় হরিপুর সদর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের ধানহাটিতে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
হরিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনাব্বর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, সাধারণ সম্পাদক এস এম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়ারুল ইসলাম রিপন,মহিলা বিষয়ক সম্পাদিকা মোকাররমা বাবলি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার, আমগাও ইউনিয়নের যাদুরাণী বাজার, বকুয়া ইউনিয়নের ধীরগন্জ বাজার, ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠ,ভাতুরিয়া ইউনিয়নের কাঠালডাঙ্গী বাজারের পার্টি অফিসের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।