পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ২দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম।
সোমবার ভাদুয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে মাঠ চত্তরে সৈয়দপুর ইউনিয়েন ১৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয় চেয়ারম্যান বিবেকানন্দ রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্মল কুমার গোস্বামী, ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেরুন নেছা ছবি, সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, বসান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাকিউল ইসলাম নিম, নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অপরনা রায়,একত্তিয়ারপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক, ম্যানেজিং কমিটির, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।