কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ২ দিন ব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তারুন্যের উৎসব উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি’২৫) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়ঃ ২ দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তারুন্যের উৎসব উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ বোরহান উদ্দিন। উদ্বোধনী শেষে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,কে,এ জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্টল প্রদর্শন করেন এবং মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্গন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।