মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে দুর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

মিজানুর রহমান,হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম (২৫) ও তার বাবা আব্দুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন (২২) দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১ টার দিকে ২১ফেব্রুয়ারি রাত ১২.১মিনি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি যাওয়ার পথে ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম ও তার বাবা আব্দুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন মটর সাইকেলযোগে বাড়ি ফেরার সময় বটতলী নামক মোড় এলাকায় পৌঁছালে মটর সাইকেলযোগে আসা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।

হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলামের ধারালো অস্ত্রের আঘাতে হাত গুরুতর ভাবে কেটে গেছে।

আহত ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম মোবাইল ফোনে জানান,
রফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম বাপ্পী, উজ্জল হাসান রাজবীর ও কামরুজ্জামানসহ আরও অপরিচিতরা আমাকে পথরোধ করে মারপিট করে পালিয়ে যায়। এরা সবাই ছাত্রলীগ নেতা কর্মী।
পরে পথচারীরা হরিপুর হাসপাতালের এম্বুলেন্স ভাড়া করে আমাকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলামের খোঁজ নিতে রাণীশংকৈল হাসপাতালের টিএইচ এ আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমি দিনাজপুর থেকে রাণীশংকৈল হাসপাতালে যাচ্ছি তারপর তার আবস্থা জানাতে পারব। আমি আরএমও কে বলে দিচ্ছি।

এঘটনায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাকে এব তার বাবার উপর হামলা চালানো হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে ব‍্যবস্থা গ্রহণ করব।

হরিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আমি লোক মুখে শুনেছি,,আমি কোনো লিখিত অভিযোগ এখনো পাই নাই

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ের আদি ফসল কাউন যব ঢেমসি বিলুপ্তির পথে

দিনাজপুর সরকারী কর্মচারী সমবায়  সমিতি লিমিটিডের প্রস্তুতি সভা

দিনাজপুর সরকারী কর্মচারী সমবায় সমিতি লিমিটিডের প্রস্তুতি সভা

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাহারোলে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে  তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত