বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন- দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস।
পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডি এস এম ও ডাঃ মাহামুদ।
সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস বলেন,অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজী বিভাগ, ইমারজেন্সী বিভাগ, এক্স-রে বিভাগ, মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, ক্যাবিন, রোগীর চিকিৎসা ব্যবস্থ্যা পত্র, ডেলিভারী ওয়ার্ড, ভায়া কর্ণার, রোষ্টার, মেডিসিন চার্ট, রোগীর খাবার ইত্যাদি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন এবং পরবর্তী
প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন।
এ- সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, অবাসিক মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলাতানা (লুনা), ডাঃ অমৃত সরকার, ডাঃ মোঃ মনিরুজ্জামান, নার্সিং সুপারভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স/মিডওয়াইফ, ক্যাশিয়ার মোঃ আব্দুল মওলা, স্যানিটারী ইন্সপেক্টর, মোঃ ফরিদ-বিন ইসলাম, ফার্মাসিষ্ট, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব), রেডিও, ডেন্টাল, এসএসিএমও, টিএলসিএ, পরিসংখ্যানবিদ মাসুদ রানা সহ আরো অনেকে।