পঞ্চগড় প্রতিনিধি\আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে তারা জেলা শহরের চৌরঙ্গী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। তারা করতোয়া সেতুর প্রবেশ মূখ বাঁশ দিয়ে আটকে করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধের কারণে যাত্রীবাহি বাস, মোলবোঝাই ট্রাক এবং ছোট যানবাহনসহ সহ¯্রাধিক যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অনেকে পায়ে হেটে নিজ গন্তব্যে রওয়ানা হয়। বিকালে ৪টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জোহরের নামাজ মহাসড়কেই আদায় করেন। বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানীরা কাফের। তারা আমাদের শেষ নবীকে মানেনা। তাদের সংসদে আইন করে নিষিদ্ধ করতে হবে। তারা জেলা শহরের অদুরে আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবি জানান। প্রশাসন এই জলসা বন্ধ না করলে আজ (শুক্রবার) জুমআর নামাজের পর আবারো চৌরঙ্গী মোড়ে সমবেত হওয়ার আহবান জানান বিক্ষোভকারীরা।
এদিকে মহাসড়ক অবরোধ শেষে বিকেলে একদল যুবক করতোয়া নদী পার হয়ে আহমদনগরে গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের কয়েক বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কথা বলার জন্য পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।