শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৪, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় লুকো মদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজার মসজিদ এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে এক শিশু বাচ্চা কুকুর নিয়ে খেলার সময় কুকুরটি ওই কক্ষে চলে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে এলাকাবাসীকে জানায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করেন।

নিহত লুকোন উদ্দিন চার-বছর ধরে ওই জামে মসজিদের নির্মিত কক্ষে থেকে মসজিদের খেদমতে ছিলেন। তিনি মক্কায় হজ্ব করা হাজ্বী হওয়ায় মসজিদের মুসল্লী ও এলাকাবাসী তাকে দেখভাল করে আসছিলেন। নিহত লুকো মদ্দিন ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলার ঝাটিডাঙ্গা এলাকার মৃত আলী হোসেনের পুত্র।

মসজিদ কমিটির সভাপতি নাইবুল ইসলাম ও নিহতের নাতি শাহপরান জানান, গত ৪/৫ বছর ধরে হাজ্বী লুকো মদ্দিন স্ত্রী-সন্তান ফেলে রেখে এখানে থাকছেন। মসজিদের মুসল্লীদের খাদেমগিরিও করতেন। কিন্তু কোন বেতন নিতেন না। কিছু দিন তিনি মানসিকভাবে অসুস্থ্য ও মতিভ্রমে ভুগছিলেন। কোন কিছু মনে রাখতে পারতেন না। এলোমেলো জীবনযাপন করতেন। এ কারণে হয়তো তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, কি কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা লিগ্যাল এইড দিবসের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আর্থিক অসংগতির কারণে দেশের কোন নাগরিক ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

দিনাজপুরে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

ঠাকুরগাঁওয়ে অটো চালকের মরদেহ উদ্ধার !

অটোরিকশার চাকায় ওড়না  পেঁচিয়ে শিশুর মৃত্যু

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

হরিপুরের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই-আব্দুল হামিদ

রাণীশংকৈলে মুজিব বর্ষের উপহার হিসেবে কৃষকদের পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ,   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১