রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিটি ক্লাবের ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভায় ড. জাকির হোসেন স্মার্ট বাংলাদেশ গঠনে সফটওয়ার ও হার্ডওয়ার এর সমন্বয়ে কাজ করতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৫, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা কার্যালয়ে ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা আইডিইবি’র সহযোগী সংগঠন আইসিটি ক্লাব আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভারসিটির এসোসিয়েট প্রফেসর (ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) ড. মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিনাজপুরে যারা উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়া যেতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
পাশাপাশি আগ্রহী ফ্রিলান্স্যারদের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যেতে চাই। সভায় দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয় এবং আগামীতে আইসিটি ক্লাবের কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মতবিনিময় সভায় আইডিইবি জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আরোও বলেন, আইসিটি ক্লাবকে বেশী বেশী করে গবেষনা করতে হবে। শিশুকাল থেকে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে। সময়ের সাথে পৃথিবীর সঙ্গে এগিয়ে যেতে চাইলে প্রতিনিয়ত গবেষনা করতে হবে। দক্ষতা ছাড়া পৃথিবীর কোথাও স্থান পাওয়া যায় না। আমরা শিশুকাল থেকে ইংরেজি শিখছি কিন্তু ইংরেজীতে কথা বলতে পারি না। স্মার্ট বাংলাদেশ গঠনে সফটওয়্যার ও হার্ডওয়ার এর সমন্বয়ে কাজ করতে হবে। অটোমেশন যন্ত্রকে লার্নিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা প্রদানের বিষয়ে গবেষণা চলছে এবং এ বিষয়ে অনেকে পিএসডিও করছে।
আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আকরাম আলী মিয়া, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ লুৎফুল কবির বকুল, দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি মোঃ রাফায়েত হোসেন রাফু, সাধারন সম্পাদক মোঃ মুকিদ হায়দার শিপন, ফ্রিলান্স্যার মোঃ রুস্তম আলী, মোঃ মাসুদ, দিনাজপুর আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম মামুন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আবীর উল ইসলাম, ফ্রিলান্স্যার মহিবুল ইসলাম রনি প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও