বিকাশ ঘোষ ,বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বিজয় চত্তর এর সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু যুব মহাজোট এর আয়োজনে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনোত্তর ও নির্বাচন পরবর্তী ধারাবাহিক সাম্প্রদায়ীক হামলাগুলোর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ বিজয় চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর হিন্দু ছাত্র জোট, হিন্দু যুবজোট দিনাজপুর জেলা ,কাহারোল ও বীরগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে জেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্তে মানববন্ধন এ বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুব মহাজোটের সভাপতি দিলিপ কুমার সরকার ,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক পল্লব কুমার দেব, দপ্তর সম্পাদক সঞ্জয় রায় ।মানববন্ধনটি ২ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল হিন্দু মহাজোটের প্রায় ২০০ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বক্তৃতাগণ বলেন,দেশ স্বাধীনতার পর থেকে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিপীড়ন, লুঠপাট , অগ্নিসংযোগ, মাঠ মন্দিরে হামলা,প্রতিমা ভাংচুর, জমি দখল, কিশোরী অপহরণ, ভয়ভীতিসহ নানা কারণে হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে। ক্রমাগতভাবে দেশত্যাগের কারণে দেশে হিন্দু শুন্য হওয়ার পথে। সে কারণে হিন্দু মহাজোট শুরু থেকেই জাতীয় সংসদ
সহ সর্বস্তরের সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন গৃণ: প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়ে আসছে।
দাবি ,অবিলম্বে মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়া হুশিয়ারি দেন।