পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জমকালো আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা এই টুর্ণামেন্টের আয়োজন করছে। গতকাল বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জহির আহমেদ মৃধা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল আল মামুন বাবু, আজাদ প্রধান ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদসসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ দলকে ৯ উইকেটে পরাজিত করে পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল। টুর্ণামেন্টের অন্য দুই দল করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ও হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে খেলা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।